অর্থনীতিঃ
ন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ৪৭৬ দশমিক ১৭ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ পাঁচ হাজার ৯৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ অর্থ বাংলাদেশ পায় বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ডলার সংকটের কারণে এই মুহূর্তে আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল। গত সোমবার আইএমএফ পরিচালনা বোর্ড ঋণ অনুমোদন করে। যার প্রথম কিস্তি আজ জমা হয়েছে।
এতদিন আইএমএফ রিজার্ভ গণনার যে হিসাব পদ্ধতি বলেছে সেটি সমন্বয় করা হয়েছে। ঋণ পাওয়ার জন্য তাদের হিসাব মতোই রিজার্ভের হিসাব করা হয়, আবার বাংলাদেশ ব্যাংকের হিসাবও রাখা হয়।
এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। ওই দিনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তাব অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ এ তথ্য জানায়।
-জেএফ