অর্থনীতিঃ

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর উদ্যোগে অস্ট্রেলিয়া বাংলাদেশ ট্রেড কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে ‘ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড প্রসিডিউরস’ বিষয়ের উপর লীড ডিসকাসেন্ট হিসবে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশন-এর ম্যানেজার মাইকেল রেইলি, ডিএফএটি’র গুডস অ্যান্ড গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্টিফেন ম্যাকমিলান, স্টান্ডার্ড অস্ট্রেলিয়া-এর সিনিয়র ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ম্যানেজার মিস পামেলা ট্যারিফ ও গ্রিফিথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. তপন সরকার।

কনফারেন্সে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily