স্পোর্টসঃ
দলের সবাই যখন যাতায়াতের মিছিলে শামিল, ঠিক তখনি স্রোতের বিপরীতে দাঁড় বেয়ে গেছেন। সুযোগ বুঝে শট খেলেছেন। আর তাতে আশার সম্ভাবনা একটু একটু করে জ্বলেছে বাংলাদেশের। তবে লড়াই করেও শেষ পর্যন্ত শতকের দেখা পাননি মুশফিক। অপরাজিত থেকেছেন ৯৮ রানে।
এর আগে মিরাজকে সাথে নিয়ে গড়েছেন দলীয় সবচেয়ে বড় ৮৪ রানের জুটি। আর তাতে ১০০ এর আগে ৫ উইকেট হারালেও নিশ্চিত লজ্জার হাত থেকে বেঁচে গেছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো এদিনও ব্যর্থ ছিলেন তামিম, সৌম্যকে নিয়ে গড়া উদ্ভোধনী জুটি। দলীয় ৩১ রানেই শেষ হয়েছে এ দুজনের ব্যাটিং যাত্রা। সৌম্য করেছেন ১১, আর তামিমের সংগ্রহ ছিল মাত্র ১৯ রান। এছাড়া ব্যর্থ ছিল মিডল অর্ডারে খেলতে নামা মিথুন, রিয়াদ, সাব্বির, মোসাদ্দেকরা। তবে ভরসা দিয়েছেন মিরাজ। আউট হওয়ার আগে খেলেছেন ৪৩ রানের ইনিংস।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচ হারায় আজকের ম্যাচটি জিততেই হবে টাইগারদের। নয়তো সিরিজ খোয়া যাবে মাশরাফি, সাকিবহীন বাংলাদেশের।