গণমাধ্যমঃ
গণমাধ্যমের জগতে সবচেয়ে দ্রুততম মাধ্যম বর্তমানে অনলাইন। তাই অতি দ্রুততার সাথে অনালাইন মাধ্যমটি জনপ্রিয় হয়ে উঠছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে ও সমৃদ্ধ করতে অনলাইন মাধ্যমে জড়িত সকল পেশাজীবিরা একত্রিত হয়ে নতুন এই সংগঠন ‘অনলাইন এডিটস অ্যালাইয়েন্স’ প্রতিষ্ঠা করলেন।
১২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এডিটরদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় এ অ্যালায়েন্সের যাত্রা শুরু হলো। এই দিনে এক বছর মেয়াদী প্রথম কমিটি ঘোষণা করা হয়।
নব-গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন যাঁরা–
সভাপতি: নয়া দিগন্তের হাসান শরীফ
সহ-সভাপতি: বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের কে এম জিয়াউল হক
সাধারণ সম্পাদক: ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল
সাংগঠনিক সম্পাদক: কালবেলার পলাশ মাহমুদ
সহ-সাংগঠনিক সম্পাদক: ইত্তেফাকের শরাফত হোসেন
অর্থ সম্পাদক: আমাদের সময়ের মঈন বকুল
অফিস সম্পাদক: দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ
নির্বাহী সদস্য: কালের কণ্ঠের আনিসুর বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ ও বার্তা২৪ এর মানসুরা চামেলী
কমিটির সদস্য হিসেবে আছেন যাঁরা–
দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন, দৈনিক খবরের কাগজের গোলাম রাব্বানী, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ রূপান্তরের আপেল মাহমুদ, মানবজমিনের সাজিদ হক, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, দেশ রূপান্তরের মাহতাব হোসেন, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের এস. এম. আমিনুর রহমান, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী, দৈনিক ইত্তেফাকের একেএম ইমরানুল হক, দ্য নিউজ টোয়েন্টিফোরের রুদ্র মিজান, দৈনিক যুগান্তরের যোবায়ের আহসান জাবের ও আতাউর রহমান।
-আরডি