‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

অনলাইনঃ
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

নিহতরা হলেন মুহাম্মদ শাহ ও মো. আবদুর শুক্কুর। পুলিশের দাবি, তারা যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে ফারুক হত্যা মামলার আসামি ধরতে টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ের পাদদেশে গেলে পুলিশের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ৯টি শটগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া যায়।

নিহত মুহাম্মদ শাহ আকিয়াবের মংডুর সবির আহম্মদের ছেলে ও মো. আবদুর শুক্কুর রাসিদংয়ের আবদুল আজিজের ছেলে। টেকনাফের জাদিমুরা শালবাগান শরণার্থী শিবিরে বসবাস করতেন তারা।

ওসি প্রদীপ কুমার দাশ আরো জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক আইনে মামলাও করা হচ্ছে।

-কেএম

FacebookTwitter