নিজস্ব প্রতিবেদকঃ
সার্ভারে ত্রুটির কারণে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এর আগে সার্ভারে ত্রুটির কারণে সাড়ে ১০টার দিকে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়।
কমলাপুর স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানিয়েছিলেন, সার্ভারে সমস্যা হওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ ছিল।
ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সার্ভারে ত্রুটির কারণে ঘণ্টাখানেক টিকিট বিক্রি বন্ধ ছিল। সমস্যা সমাধান হয়েছে। যথানিয়মে আবার টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ শনিবার বিক্রি হচ্ছে ২০ আগস্টের টিকিট। অগ্রিম টিকিট পেতে গতকাল রাত থেকেই অনেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন। বিগত তিন দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশী মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি।
-ডিকে