সিলেট সিটিতে মেয়র ঘোষণা আজই

অনলাইন ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশরে মেয়র নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ওই ভোটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সাড়ে ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

সংঘর্ষের কারণে ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গাজী বুরহান উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল।

১৩২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৬৯ ভোট ও নৌকা প্রতীকে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

সেই হিসাবে বিএনপির প্রার্থী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। তবে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭ অর্থাৎ ব্যবধানের চেয়ে স্থগিত ভোট বেশি হওয়ায় দুই কেন্দ্রের ভোট না হওয়া পর্যন্ত নতুন মেয়রের নাম ঘোষণা স্থগিত করা হয়।

নগরীর ১৯, ২০ ও ২১ নং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী নার্গিস সুলতানা ও নাজনীন আক্তার কনার ভোট সমান হয়ে যাওয়ায় ওই তিনটি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রেও আজ নির্বাচন হচ্ছে।

এছাড়া মেয়র পদে স্থগিত হওয়া দুটি কেন্দ্রেরও পুরুষ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হচ্ছে।

-আরবি

FacebookTwitter