অনলাইনঃ
বাংলাদেশে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা আরো বেড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রতি ছয়জনের মধ্যে একজন মানুষ অপুষ্টির শিকার, তারা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না।
২০১৯ সালে বিশ্বে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিষয়ক’ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে অপুষ্ট মানুষের সংখ্যা বেড়েছে ১০ লাখ। ২০০৪ সালে যেখানে এ সংখ্যা ছিলো ২ কোটি ৩০ লাখ। কিন্তু ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখে।
গোটা পৃথিবীতে অর্ধভুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ মিলিয়নে। অর্থাৎ মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ খাদ্যের সমস্যা নিয়ে বেঁচে আছে! এর মধ্যে শুধু এশিয়ায় অর্ধভুক্ত মানুষের সংখ্যা ৫১৩.৯ মিলিয়ন এবং আফ্রিকায় ২৫৬.১ মিলিয়ন।
জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও, কৃষি উন্নয়নে আন্তর্জাতিক তহবিল, শিশু তহবিল, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে।
এতে বলা হয়, ২০১৮ সালে সারাবিশ্বে ৮২ কোটির বেশি মানুষ তথা বিশ্বের মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে।
প্রতিবেদনে ১০১টি দেশের বহুমাত্রিক দারিদ্র্যের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে ৩১টি দেশকে বলা হয়েছে নিম্ন আয়ের, ৬৮টি মধ্যম এবং দুটি উচ্চ আয়ের।
-কেএম