অনলাইনঃ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে তার প্রতি সম্মাননা জানিয়েছে রাজধানীর গুলশান ক্লাব। গতকাল রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় এরশাদের সম্মানে মদ বিক্রি বন্ধ রাখে ক্লাব কর্তৃপক্ষ। গুলশান ক্লাবের অফিসিয়াল এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিটি আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেন। গুলশান ক্লাবের সেক্রেটারি শাহ-ই আলম পাটোয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় In commemoration of sad demisse of our Honorary Member Lt. Gen. H.M. Ershad (HH-4) the Bar services shall remain syspended today, Sunday, 14th July 2019 from 7:00 p.m. to 7:30 p.m.
Honourable members are requested to accommodate with the timing, please!
এরশাদ গুলশান ক্লাবের সদস্য ছিলেন। এজন্য কর্তৃপক্ষ তার সম্মানে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ক্লাবে মদ বিক্রি বন্ধ রাখে।
উল্লেখ্য, রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
-কেএম