অনলাইনঃ

কুমিল্লার একটি আদালতে বিচারকাজ চলার সময় বিচারকের সামনে খুন হয়েছেন এক আসামি। একটি হত্যা মামলার আসামি হাসানের ছুরিকাঘাতে নিহত হয়েছে একই মামলার অপর আসামি ফারুক। সোমবার সকাল ১১ টার দিকে কুমিল্লার তৃতীয় জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে ২০০৭ সালে মনোহরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মামলার হাজিরা দিতে আদালতে এসেছিল আসামি হাসান ও ফারুক। কুমিল্লার তৃতীয় জেলা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে বিচারকাজ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে হাসান তার সাথে থাকা একটি ছুরি বের করে ফারুকের উপরে হামলা করে। ফারুক সেসময় এজলাস থেকে বের হয়ে বিচারকের খাস কামরায় দৌঁড়ে পালিয়ে যায়। হাসান তখন পিছে পিছে বিচারকের খাস কামরায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেসময় হাসানকে আটক করে এবং ফারুকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুনঃ

এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তাব নাকচ

ঘটনার পরে কুমিল্লা জেলা জজ আদালত ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily