খেলাঃ
ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত। ভারত কি পারবে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে!
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত ও ৪র্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের মধ্যাকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি গতকাল (৯ জুলাই) মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় তা আজ বুধবার রিজার্ভে ডে তে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ভারতের সামনে ২৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয়। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৪(৯০) রান করেন রস টেইলর। এবং অধিনায়ক কেন উইলিয়ামসন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৭(৯৫) রান।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানের মাথায় ম্যাট হেনরির ১ম ওভারের ৩য় বল অর্থাৎ ইনিংসের ১.৩ ওভারের মাথায় টম লাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ভারতের ওপেনার রোহিত শর্মা। এরপর ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলি দলীয় ৫রানের মাথায় ৬ বল খেলে ১ রান করে ট্রেন্ট বোল্টের ২য় ওভারের ৪র্থ বলে লেগ বিফোরের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
ব্যাটিং এ আসেন দীনেশ কার্তিক। আবারো ম্যাট হেনরি নিউজিল্যান্ডের ত্রাতা হয়ে আসেন। তার ব্যাক্তিগত ২য় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরান আরেক ওপেনার লোকেশ রাহুলকে ১(৭)। তিনিও টম লাথামের তালুবন্ধী হন।
এতে শুরুতেই ধাক্কা খায় ভারত।
যদিও রিশভ পান্ট এসে দীনেশ কার্তিক এর সাথে মিলে হাল ধরার চেষ্টা করেন, কিন্তু পাওয়ার প্লের শেষ বলে দলীয় ২৪ রানের মাথায় কার্তিক ব্যাক্তিগত ৬(২৫) রান করে নিশামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। এবারও নিউজিল্যান্ডের ত্রাতা সেই হেনরি। ফলে ভারতের স্কোর দাঁঁড়ায় ১০ ওভারে ৪ উইকেটে ২৪ রান।
এরপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে রিশভ পান্ট দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান। রিশভ পান্ট ৩২ বলে ২০ এবং হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৯ রানে অপরাজিত আছেন।
-এইচএম