প্রিয়তিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্তে ইন্টারপোল

বিনোদনঃ
ফেসবুক লাইভে এসে সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি দাবি করেছিলেন,২০১৫ সালে বাংলাদেশে এক ব্যবসায়ী তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেছিল৷

ব্যবসায়ীর হাতে ‘যৌনহেনস্থার শিকার’ হওয়ার ঘটনা ফেসবুকে প্রকাশ করে গতবছর তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন এই মডেল ৷ সেই বিষয়টি এখন ইন্টারপোল তদন্ত করছে বলে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়তি জানিয়েছে৷

যখন গোটা বিশ্বেই ইংরেজিতে ‘মিটু’ হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক নারীই যৌন হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন৷ সেসময় বাংলাদেশের অল্প কয়েকজন নারী অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন৷ তাদেরই একজন প্রিয়তি ৷

টন্টনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা শেষে এক সাক্ষাৎকারে প্রিয়তি জানান, যৌন হয়রানির বিষয়ে আয়ারল্যান্ডের পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি৷ বিষয়টি তদন্ত করছে ইন্টারপোল৷ তবে, বাংলাদেশের মূলধারার গণমাধ্যম তাঁর অভিযোগের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ থেকে দূরে থেকেছে বলেও দাবি করেন তিনি৷

প্রিয়তি আরও বলেন, ‘যখন আমি ফেসবুক লাইভ করি এরপরে আমি কয়েকদিন ফোন কলে হুমকি পাই। পরে আইরিশ পুলিশকে আমি বিষয়টি জানাই।’

-কেএম

FacebookTwitter