অনলাইনঃ
প্রাণের লাচ্ছা সেমাই ও হলুদের গুঁড়া, ড্যানিশ, শবনম ভেজিটেবলসহ ১৮ প্রতিষ্ঠানের পণ্যের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বিএসইটিআইয়ের পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী বলেন, ‘লাইসেন্স বাতিল পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাতিল পণ্যগুলো বাজার থেকে সরিয়ে নিতে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের পণ্যের মানোন্নয়ন করে নতুন লাইসেন্স না করা পর্যন্ত কেউ নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-
১. একডালা নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেডের হলুদের গুঁড়া
২. রাজশাহীর প্রাণ অ্যাগ্রো লিমিটেডের সপুরার লাচ্ছা সেমাই
৩. চর সৈয়দপুর নারায়ণগঞ্জের মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ (ইউনিট-২) আয়োডিনযুক্ত লবণ মোল্লা সল্ট।
৪. নারায়ণগঞ্জের কাঁচপুরের ড্যানিশ ফুডস লিমিটেডের কারি পাউডার ও হলুদের গুঁড়া।
৫. নারায়ণগঞ্জের রূপগঞ্জের শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পুষ্টি সরিষার তেল।
৬. চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের মিষ্টি মেলা ফুড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই।
৭. জেদ্দা ফুড প্রোডাক্টসের ঝালকাঠি লাচ্ছা সেমাই জেদ্দা।
৮. কোনাপাড়া, গাজীপুরের কাশেম ফুড প্রোডাক্টস লিমিটেডে চিপস সান।
৯. বাবুগঞ্জ, বরিশালের অমৃত ফুড প্রোডাক্টসের লাচ্ছা সেমাই।
১০. ডানকান প্রোডাক্টস লিমিটেডের ন্যাচারাল মিনারেল ওয়াটার।
১১. ফরিয়াপট্টি, ঝালকাঠির নূর সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ নূর স্পেশাল।
১২. নিউ ঝালকাঠি সল্ট মিলসের আয়োডিনযুক্ত লবণ দাদাসুপার।
১৩. কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ তিন তীর।
১৪. লাকী সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ মদিনা স্টারশিপ।
১৫. তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ তাজ
১৬. গোসাইলডাংগা, বন্দর, চট্টগ্রামের থ্রি স্টার ফ্লাওয়ার মিলের হলুদের গুঁড়া থ্রি স্টার।
১৭. ঢাকার এগ্রো অর্গানিক প্রোডাস লিমিটেডের ঘি খুসবুসহ ১৮টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বিএসটিআই কর্তৃক সম্প্রতি সার্ভিল্যান্সের মাধ্যমে খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের ৪০৬টি নমুনা কিনে পরীক্ষা করা হয়।
প্রথম ধাপে পাওয়া ৩১৩টি পরীক্ষণ প্রতিবেদনের মধ্যে ৫২টি নমুনা নিম্নমানের পাওয়া যায়। যার মধ্যে ৪৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।
স্থগিতকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের পণ্য নিম্নমানের পাওয়ায় মঙ্গলবার লাইসেন্স বাতিল করা হয়েছে।
-কেএম