শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা ফ্রি

স্বাস্থ্যঃ

১ বছরের নিচে ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৬ জানুয়ারি) সচিবালয় সাংবাদিকদের সামনে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করার সময় একথা বলেন তিনি।

স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য নতুন ওয়েব সাইট খুলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা খাতে যেসব অনিয়ম রয়েছে সেসব ব্যাপারে সব জায়গায় শুদ্ধি অভিযান হবে বলে জানিয়েছেন জাহিদ মালেক।

ইশতেহার অনুযায়ী এক বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছরের উপরে বয়স্কদের বিনামূল্যে চিকিৎসারও প্রক্রিয়াও শুরু হবে এই ১০০ দিনের মধ্যে।

আরও পড়ুনঃ

শিক্ষক নিয়োগের ৪০ পরীক্ষার্থী নিয়ে ট্রলার ডুুবি

এছাড়া, এখন থেকে প্রয়োজন ছাড়া মেডিকেল যন্ত্রপাতি কেনা হবে না বলেও জানান মন্ত্রী। পরিকল্পনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন করা হবে বলেও জানান তিনি।

-এসআর

FacebookTwitter