রোহিঙ্গা ইস্যুঃ
রোহিঙ্গা শিবিরে ৩৯টি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, শিগগির ব্যবস্থা না নিলে দেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের অন্যতম উৎস হতে পারে রোহিঙ্গারা।

মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা এসব রোহিঙ্গাদের জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ করতে কিছু এনজিওর মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঘাতক দালাল নিমূর্ল কমিটি।

‘বাংলাদেশে আইএস এর নতুন হুমকি ও কার্যক্রম এবং সরকার ও নাগরিক সমাজের করণীয়’ বিষয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির রোহিঙ্গা শিবিরে জঙ্গির উত্থান বন্ধে সাতটি সুপারিশ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মসজিদ, মাদ্রাসা ও মাহফিলে বিদ্বেষমূলক বক্তব্য উগ্র মৌলবাদ বাড়াতে সহায়তা করছে।

এসব অপতৎপরতা বন্ধ করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তারা।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily