মৎস্যজীবিদের আন্দোলনে নামার হুমকি

অনলাইনঃ
মৎস্যজীবীদের নিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, মৎস্য আইন সংশোধন, অধিকার প্রতিষ্ঠা ও সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এ মানববন্ধনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের সভাপতি রবিন্দ্র নাথ বর্মণ।

এ মানববন্ধনে অংশ নেন মোহাম্মদ হোসেন মিয়া-সাধারণ সম্পাদক, চরফ্যাশন ফিশিং বোট মালিক সমিতি, শাহ আলম মল্লিক সভাপতি, চাঁদপুর ফিশিং বোট মালিক সমিতি, খায়রুজ্জামান ফয়ছাল, সাধারণ সম্পাদক-দৌলৎখা ফিশিং বোট মালিক সমিতি, আনোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক-মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, হারুন আকন, সদস্য-বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, আশারাফ আলী মিয়া, সভাপতি-বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, চকরিয়া, নান্নু মিয়া, সদস্য, বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতি, মোঃ নাছির খন্দকার, সদস্য- ফিশিং বোট মালিক সমিতি, মোঃ মোশারেফ হাওলাদার, সদস্য, গলাচিপা ফিশিং বোট মালিক সমিতি, অবিনাশ সমাজপতি, সদস্য-বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, হাছান আল মামুন (লিমন), দপ্তর সম্পাদক- বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, হারুনার রশিদ ভূইয়া, সহঃ সভাপতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, আবু সাঈদ সাদী, মনিরুল ইসলাম খন্দকার-যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মৎস্যজীবী ঐক্য ফেডারেশনসহ প্রমুখ। দাবী না মানা হলে আগামী ২৫ মে থেকে কর্মসূচি দেয়া হবে।

কর্মসূচিঃ
১। ২৫ মে ২০১৯ইং তারিখে সাগরের মোহনায় ফিশিং বোট দ্বারা অবরোধ।
২। জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

-এসএম

FacebookTwitter