অনলাইন রিপোর্টঃ
আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে তারা।
আজ সোমবার ডিএসসিসির নগরভবনে নিরাপদ সড়ক ও আমাদের করণীয় শীর্ষক এক মুক্ত আলোচনায় এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ডিএসসিসি এই মুক্ত আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় আজিমপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঐশান্তি দাস বলে, আমাদের নয় দফা আন্দোলনের প্রধান স্লোগান ছিল নিরাপদ সড়ক চাই। আমরা প্রতীকী কর্মসূচি করে সে দাবি সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। এখন আমরা রাজপথ ছেড়ে ক্লাসে ফিরতে চাই। তবে সরকারকে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, যাতে নতুন কোনো দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ প্রাণ না হারায়। এই শিক্ষার্থী আরও বলে, আন্দোলন করতে গিয়ে দেখেছি, পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এভাবে নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে না। পুলিশের ট্রাফিক বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
-আরবি