এবিসি’র গ্রাহকরা আইপিডিসি’র হোম লোন নিলে বিশেষ সুদের হার, ছাড়কৃত প্রসেসিং ফি, চার্জবিহীন সহজ সেটেলমেন্ট সুবিধা এবং দ্রুততর সেবা উপভোগ করতে পারবেন
অর্থনীতিঃ
১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ স্থানীয় রিয়েল-এস্টেটস ডেভেলপার কোম্পানি এবিসি রিয়েল এস্টেট লি.-এর সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত আইপিডিসি’র হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায়, এবিসি’র গ্রাহকরা আইপিডিসি থেকে হোম লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুদের হার, ছাড়কৃত প্রসেসিং ফি, চার্জবিহীন সহজ সেটেলমেন্ট সুবিধা এবং দ্রুততর সেবা উপভোগ করার সুযোগ পাবেন। চুক্তিটি বিনিময় করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম এবং এবিসি রিয়েল এস্টেট লি.-এর ডিরেক্টর শ্রাবন্তী দত্ত।
এছাড়া এবিসি রিয়েল এস্টেট লি.-এর সিইও ডি. এন. ব্যানার্জী; এক্সিকিউটিভ ডিরেক্টর-মার্কেটিং তানভীর হায়দার এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর রিটেইল বিজনেস বিভাগের ডেভেলপার রিলেশনশিপ টিমের সিনিয়র ম্যানেজার মহিউদ্দীন আল মামুনও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তি প্রসঙ্গে এবিসি রিয়েল এস্টেট লি.-এর ডিরেক্টর শ্রাবন্তী দত্ত বলেন, “সুলভে হোম লোন দেওয়ার ক্ষেত্রে আইপিডিসি’র নতুন উচ্চতায় পৌঁছে যাওয়া আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি। আইপিডিসি’র সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত”।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি মানুষের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে অবিরাম কাজ করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি, এই চুক্তিটি উভয় পক্ষের জন্য কল্যাণকর হবে ও মানুষের দীর্ঘদিনের চাওয়া পূরণের প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে দিবে”।