ফণী কেড়ে নিল ৪ প্রাণ, আহত ৬৩

অনলাইনঃ ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে উপকূলীয় এলাকায় ৪ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’র সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে বরগুনায় দুইজন, ভোলা ও নোয়াখালীতে একজন করে মোট চারজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ৬৩ জন।’

এদিকে ঘূর্ণিঝড় ফণী’র ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘মোট ক্ষয়-ক্ষতি কত হয়েছে তার হিসেব এখনও আমাদের কাছে নেই। আমাদের ২৪ ঘন্টা সময় দিন সারাদেশের বিভিন্ন স্থানে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার হিসেব আপনাদের জানাবো।’

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, তথ্য সচিব আব্দুল মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, প্রধান তথ্য অফিসার জয়নাল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।
-বাসস

FacebookTwitter