লাইফস্টাইলঃ
১ মে মহান শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ রেস্টুরেন্ট এবং হোটেল শেফ এসোসিয়েশন এবং চিটাগং শেফ এন্ড ফুড এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে প্রথম বারের মত শেফ সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভেজাল খাদ্য বর্জন ও স্বাস্থ্য সম্মত খাদ্য তৈরিতে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে খাদ্যের সাথে সম্পৃক্ত সকল সংগঠন ও উদ্যোক্তাদের নিয়ে জাতীয় পর্যায়ে বন্দরনগর চটগ্রামে একটি শেফ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটিতে চট্রগ্রাম বিভাগের ৫০০ শত রেস্টুরেন্টের শেফরা এবং সমস্ত বাংলাদেশের গণ্যমান্য সিনিয়র ও সেলিব্রিটি শেফরা উপস্থিত থাকবেন।
সম্মেলনে শেফ কোট পরিহিত প্রায় পাচঁশত শেফ সহ বিভিন্ন রেস্টুরেন্ট মালিক,এবং গণ্যমান্য ব্যক্তিগন উপস্তিত থাকবেন।
শেফ সংগঠক শেফ মামুন চৌধুরি , শেফ নাদিম সরকার, শেফ শরিফ আহম্মেদ, শেফ মেহেদী মারুফ, শেফ রিয়াজুল আশিকসহ বাংলাদেশ শেফ এসোসিয়েশন , ও চিটাগাং শেফ এন্ড ফুড এসোসিয়েশন সম্মিলিতভাবে এই সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনটি চট্টগ্রামের সিডিএ এলাকায় জামান হোটেলে অনুষ্ঠিত হবে সকাল ১১ টায়।
-এসএম