স্পোর্টস ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে অ্যাশলে নার্সের বোলিংয়ের সামনে বোতলবন্দী ছিলেন বাংলাদেশের ওপেনাররা।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সেই নার্সের ওভার থেকেই চার-ছক্কার ঝড় শুরু করেন লিটন দাস ও তামিম ইকবাল। অফস্পিনারের প্রথম ওভার থেকেই তোলেন ১৭ রান।
ফ্লোরিডার লডারহিলে তামিম-লিটনের আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৩.৪ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫০ রান। টি-টুয়েন্টিতে এটিই বাংলাদেশের দ্রুততম দলীয় ফিফটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রান।
টি-টুয়েন্টিতে নিজের প্রথম ফিফটির দেখা পেয়েছেন লিটন। মাত্র ২৪ বল খেলে ৫ চার ও ৩ ছয়ের সাহাজ্যে মাইলফলকে পৌঁছান এ ডানহাতি ওপেনার।
তামিম ১৩ বলে ২১ রান করে সাজঘরে ফিরেছেন ব্র্যাথয়েটের বলে ক্যাচ দিয়ে। এ বাঁহাতি ওপেনার আউট হওয়ার পরের ওভারেই কিমো পলের স্লোয়ারে বাউন্ডারি সীমানা ক্যাচ দেন তিনে নামা সৌম্য সরকার। ৪ বল খেলে ৫ রান করেন এ বাঁহাতি।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই খেলতে নামে সাকিব আল হাসানের দল।
উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। এভিন লুইসের জায়গায় খেলছেন চ্যাডউইক ওয়ালটন।
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ১২ রানে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
-আরবি