অনলাইনঃ
বনানীর এফ আর টাওয়ারের অনুমোদনহীন পাঁচটি ফ্লোরের মালিক তাসভীর উল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান।
তিনি জানান, এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বাড়িধারায় তাসভীর উল ইসলামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়ে অর্ধশতাধিক মানুষ এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
অগ্নিকাণ্ডের ঘটনা পৃথকভাবে তদন্ত করছে একাধিক সংস্থা। এরই মধ্যে তদন্তে উঠে এসেছে, ১৮ তলা তৈরির অনুমোদন থাকলেও ভবনটি ২৩ তলা করা হয়েছে। ওপরের পাঁচ তলাই অবৈধভাবে নির্মাণ করা। অবৈধ এই ফ্লোরগুলোর মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাসভীর উল ইসলাম। পাশাপাশি তিনি কাশেম ড্রাইসেল কোম্পানি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা।
-ডিকে