অনলাইনঃ
বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন এবং আহত প্রায় ৭০ জন বলে জানা গেছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দিলীপ কুমার ঘোষ জানান, বর্তমানে উদ্ধারকাজ চলছে। ভবনে কেউ জীবিত অথবা মৃত অবস্থায় আটকা পড়ে আছে কি না- তা অনুসন্ধানে উদ্ধার টিম কাজ করছে।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী নিহত সাতজনের পরিচয় নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর এফআর টাওয়ারে ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরের ডিউটি অফিসার মিজানুর রহমান। তিনি বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণ শতভাগ হয়নি। ধোঁয়া আছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে।’
ভবনটিতে ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী টিমের লোকজন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ জালিয়ে কোথাও কেউ আটকা পড়ে আছে কি না। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত উদ্ধারকাজ চলবে।
ভবনটি ঘুরে দেখা গেছে ওই ভবনের জরুরী নির্গমনের কোন ব্যবস্থা নেই। পাশের ভবনগুলির মাঝে কোন ফাঁকাও নেই। কোন দূর্ঘটনার কবলে পড়লে কোনভাবেই জরুরী নির্গমন করে বেরিয়ে জীবন বাঁচানো যাবে না। উদ্ধার কাজের অংশ বিশেষ ভিডিওতে দেখুনঃ https://www.youtube.com/watch?v=08LnbSeHzCU