আন্তজার্তিকঃ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে।

মসজিদের বাইরে নামাজের স্থানে দুই মিনিটের এই নীরবতা পালনের সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও উপস্থিত ছিলেন। এর আগে দেশটির টিভি-রেডিওতে জুমআ’র নামাজের আযান প্রচার করা হয়।

হ্যাগলি পার্কের আল-নূর মসজিদের পাশে হাজারো উপস্থিতির মধ্যে জুমআ’র খুতবার আগে বক্তব্য রাখেন জাসিন্ডা। তিনি বলেন, নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা এক জাতি।

এসময় জাসিন্ডা কালো স্কার্ফ পরিহিত ছিলেন। নিজের বক্তব্যে মুসলিমদের উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর একটি হাদিসেরও উদ্ধৃতি দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যথা অনুভূত হয়।

এদিকে আল-নূর মসজিদের ইমাম গোলাম ফোউদা খুতবায় বলেন, সেদিন হামলার সময় অস্ট্রেলিয়ান নাগরিক সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্টের চোখে ঘৃনা ও ক্রোধ দেখা গিয়েছিল। কিন্তু একই জায়গায় আজ নিউজিল্যান্ডের নাগরিক ও বিশ্ববাসীর চোখে শুধু ভালোবাসা ও সমবেদনা দেখছি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily