অনলাইনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
এসময় তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করব। আমাকে ছাত্রলীগ মেনে নিয়েছে। আমি ক্যাম্পাসে কাজ করতে শোভন ভাইয়ের সহযোগিতা চাই। আমরা কেউ কারও প্রতিপক্ষ না। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চাই।’
মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ শুভেচ্ছা জানাতে গেলে ভিপি নূর উপস্থিত গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানান। এ সময় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন নূর।