আন্তর্জাতিকঃ
পাকিস্তানে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

১ মার্চ, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে তিনি হেঁটে ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছেন।

ভারতের কর্মকর্তাদের হাতে অভিনন্দনকে তুলে দেওয়া হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ সংক্রান্ত খবর ও সরাসরি ভিডিও দেখানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও একই খবর দিয়েছে।

এর আগে ভারতের সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী খবর পাওয়া গিয়েছিল। ওই সময় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, অভিনন্দনকে হস্তান্তর করা হয়েছে। এ সময়তার সঙ্গে ছিলেন পাকিস্তানের নিযুক্ত ভারতের হাইকমিশনার।

সংবাদমাধ্যম নিউজ ১৮ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে অভিনন্দন ভারতের মাটিতে পৌঁছেছেন। তাকে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হতে পারে।

নিউজ ১৮ আরো জানায়, অভিনন্দনকে প্রথমে অমৃতসর এয়ারবেসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। বিশেষ বিমানে তাকে কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে নেওয়া হবে।

শুক্রবার রাতে বৈমানিক অভিনন্দন ফিরে আসার পর পরই তাকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লিখেছেন, ওয়েলকাম হোম উইং কমান্ডার অভিনন্দন! তোমার দৃষ্টান্তস্থাপনকারী সাহসিকতায় জাতি গর্বিত। আমাদের সশস্ত্র বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর অনুপ্রেরণা। বন্দে মাতরম!

তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।

বিমান বাহিনীর এই পাইলটকে ‘সত্যিকার হিরো’ হিসেবে বর্ণনা করে টুইট করেছেন ভারতের ক্রীড়া ও অভিনয় জগতের তারকারা।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে দ্রুত সংকটের সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily