জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করেছিলঃ তথ্যমন্ত্রী

অনলাইনঃ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল।

তিনিই রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক ও রাজনীতির কাকদের সমন্বয়ে তিনি বিএনপি গঠন করেছিলেন।

ঢাকা সিটি নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন,‘খাবারের উচ্ছিষ্ট বিলিয়ে দিলে যেমন অনেক কাক চলে আসে খাওয়ার জন্য, জিয়াউর রহমানও ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন। আজ যারা বিএনপির বড় বড় নেতা, তারা রাজনীতির মাঠের কাক, রিজভী আহমেদসহ। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যই তারা বিএনপি করেছিলেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার : প্রেক্ষিত হালের বাংলাদেশ-আমাদের করণীয় বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধস নামানো পরাজয়ের পর আস্থাহীনতা ও জনসমর্থনহীন হয়ে পড়ার ভয়ে বিএনপি ঢাকা সিটির নির্বাচনে অংশ নেয়নি। ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ৩২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত ভালো। মাত্র এক বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন। উপ-নির্বাচনে ভোটার টার্ন আউট কম হয়। এক্ষেত্রে মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন এক বছরের জন্য। সে কারণে ভোটারের উপস্থিতি কম ছিল।

-ডিকে

FacebookTwitter