অনলাইনঃ
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং কোয়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ ১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে জরুরি তলব করা হয়। এ নিয়ে চার মাসের মধ্যে দেশটির দূতকে দ্বিতীয়বার তলব করা হলো।

বাংলাদেশের দ্বীপ সেন্টমার্টিনসকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভূক্ত দেখানোয় দূতকে তলব করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন তাকে তলব করেন।

পরে মিয়ানমারের দূত মন্ত্রণালয়ে গেলে জানতে চাওয়া হয়, সেন্টমার্টিনস দ্বীপকে কেন তাদের একটি সরকারি দফতরের মানচিত্রে দেখানো হয়েছে। তার হাতে একটি কূটনৈতিক প্রতিবাদপত্রও হস্তান্তর করা হয়।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে একই বিষয়ে তলব করা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, মিয়ানমারের ওই দফতরের মানচিত্র থেকে এটা সরিয়ে নেওয়া নেওয়া হবে। তবে এখনও তা সরিয়ে নেওয়া হয়নি।

-এটি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily