আন্তর্জাতিকঃ
থাইল্যান্ডে প্রধানমন্ত্রী পদে রাজকুমারি উবলরত্না সিরিবধনার (৬৭) প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করে দেয়।
নির্বাচন কমিশন থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর প্রধানমন্ত্রী পদে প্রার্থীদের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায় রাজকুমারি উবলরত্নার নাম নেই। উবলরত্না দেশটির বর্তমান রাজা প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ণের বোন।
মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে অগ্নিকান্ড, নিহত ৩
থাই নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটির ঐতিহ্য অনুযায়ী রাজপরিবারের সদস্যরা রাজনীতির ঊর্ধ্বে। একইসঙ্গে তারা কোনো রাজনৈতিক পদেও থাকতে পারেন না। প্রায় ৫ বছর পর থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-আরএস