রোহিঙ্গা ইস্যুঃ
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন বলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর’র শুভেচ্ছা দূত হিসেবে এ সফরে আসবেন এই অভিনেত্রী।
এক সূত্র থেকে জানা যায়, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঢাকা আসছেন জোলি। ২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
সে বছরের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন জোলি। এক বক্তৃতায় তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় সকল নারীই যৌন নির্যাতনের শিকার হয়েছেন। মিয়ানমারে চলা সহিংসতারও তীব্র নিন্দা জানান তিনি।
আরও পড়ুনঃ
জাহাজ ভাঙ্গায় এবারও শীর্ষে বাংলাদেশ
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও স্থানীয় লোকজন মিলে সেখানকার আদিবাসী রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও দমনপীড়ন শুরু করে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।
-ডিকে