বিসিএস বিশেষ প্রস্তুতি ৯ :

১। ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

ক) জ + ঞ

খ) ঞ + জ

২। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

ক) শুভেচ্ছা

খ) তন্বী

৩। নিচের কোনটি বিশেষ্য পদ?

ক) জাত

খ) গাম্ভীর্য

৪। নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে ?

ক) প্রবণ

খ) বিপণি

৫। Null and Void এর বাংলা পরিভাষা কী?

ক) নিরপেক্ষ

খ) বাতিল

৬। ‘ হেড মৌল্ভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

ক) ইংরেজি + ফার্সি

খ) ইংরেজি + আরবি

৭। ‘ রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রবি + ঈন্দ্র

খ) রবি + ইন্দ্র

৮। ‘ এ যে আমাদের চেনা লোক’ – ব্যাক্যে ‘চেনা’ কোন পদ ?

ক) বিশেষণ

খ) বিশেষ্য

৯। ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

ক) জ্ঞানান্বেষণ

খ) বঙ্গদূত

১০। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-

ক) গ্রামবার্তা প্রকাশিত

খ) কাব্য প্রকাশ

১১। নিচের কোনটি ভ্রমনসাহিত্য বিষয়ক গ্রন্থ নয় ?

ক) পালামৌ

খ) চার ইয়ারী কথা

১২। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

ক) কুহেলিকা

খ) আলেয়া

১৩। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ক) হিমালয়

খ) বীরাঙ্গনা

১৪। ‘ আমি কিংবদন্তীর কথা বলছি’ – কবিতাটি কার লেখা?

ক) আবুল ফজল

খ) আবু জাফর ওবায়দুল্লাহ

১৫। কোনটি শওকত ওসমানের রচনা নয়?

ক) বনি আদম

খ) ভেজাল

সঠিক উত্তর- ১-ক, ২-ক, ৩-খ, ৪-ক, ৫-খ,৬-ক, ৭-খ, ৮ক, ৯-ক, ১০-ক, ১১-খ, ১২-ক, ১৩-খ, ১৪-খ, ১৫-খ

FacebookTwitter