অনলাইনঃ
বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না। প্রসঙ্গক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বর্জন করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
আনিসুল হকের মৃত্যুতে শূন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম নিতে শুরু করলেও বিএনপি এখনও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।
গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র আটটি আসন পায়। ভোট ডাকাতির অভিযোগ করে বিএনপি বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হবে না। অন্যান্য দল আছে না? শুধু কী বিএনপিই একমাত্র বিরোধী দল? ‘
বিএনপিকে সংসদে এসে বিরোধী কণ্ঠকে সোচ্চার করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি ইতিমধ্যে বিরোধী দলের ভূমিকা নিয়েছে। ১৪ দলের শরিক যারা সংসদে আছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন, শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবেন। কাজেই বিরোধী দল সংসদে থাকবেই। তারপরও যদি বিএনপি আসে তাহলে আরেকটি কণ্ঠ যুক্ত হবে, যা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।
বিএনপির বা ঐক্যফ্রন্টকে ‘জগাখিচুড়ি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেদের সঙ্গে শত্রুতা করার জন্য তারা নিজেরাই যথেষ্ট।’
-ডিকে