ন্যান্সি’র ফেসবুক থেকে বিদায়

বিনোদনঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বিদায় বলে দিলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

এখন থেকে তিনি আর ফেসবুক ব্যবহার করবেন না। ন্যান্সি বলেছেন, এখন থেকে ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট থাকবে না। যেগুলো পাবেন সেগুলোর সব ফেক।

ন্যান্সি আরো বলেন, ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি রয়েছে। যেগুলোর জন্য বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। দেখা যায় অনেকে সেই ফেক আইডির সঙ্গে চ্যাট করে। পরে দেখা হলে বলে, আমাকে চেনেন না আাপা আমি ফেসবুকে আপনার সঙ্গে চ্যাট করি। বিষয়গুলোতে বেশ বিব্রত করে আমাকে।

ন্যান্সি আরো বলেন, ‘ফেসবুকটা আমরা মিস ইউজ করি। ফেসবুকে অ্যাকাউন্টের পাশাপাশি আমার একটা পেজও ছিলো। মবাই যেন বুঝে পেজটা আমার আসল। এই জন্য প্রতি সপ্তাহে এতে লাইভেও আসতাম। পরে দেখা যায় লাইভের সেই ভিডিওগুলো নিয়ে অন্যরা ইডিট করে নেতিবাচক ভাবে উপস্থাপন করে ইউটিউবে আপলোড করে দেয়। এগুলো এখন আর দেখতে ভালো লাগে না। তার উপর আবার নিজের আইডিতে পারিবারিক কিছু ছবি আপলোড করে সেগুলো পাবলিক না করে শুধু ফেন্ডস মুড করে আপলোড করলেও সেগুলো কে বা কারা ছড়িয়ে দিচ্ছে। ঘরোয়া ড্রেসের সেই ছবিগুলো নিয়ে আমার সঙ্গে যোগাযোগ না করেই নিউজ করে দিচ্ছেন অনেকে। যে ছবিগুলো ফ্রেন্ডদের বাইরে কেউ দেখুক সেটা আমি চাচ্ছি না। কিন্তু প্রকাশ করে দিচ্ছে। আমি এসব কিছু থেকে বাঁচতে চাই, তাই ফেসবুককে বিদায় জানালাম। এখন থেকে ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট থাকবে না। যেগুলো পাবেন সেগুলোর সব ফেক। আশা করি আমার শ্রোতারা বিষয়টি বুঝতে পারবেন।

তবে এই ফেসবুককে যদি কখনো নিরাপদ মনে করেন তাহলে আবারো ফিরে আসবেন বলে জানান ন্যান্সি।

তিনি বলেন, এসবকিছু থেকে সরে গিয়ে এখন গান ও পরিবারকে সময় দেয়াটাই আমার কাছে উত্তম বলে মনে হচ্ছে। কারণ মেয়েরা এখন বড় হচ্ছে। তাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি করে দেয়াটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

-ডিকে

FacebookTwitter