অনলাইনঃ
তথ্যমন্ত্রী সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের সঙ্গে জামায়াত-বিএনপি ও ঐক্যফ্রন্টের বক্তব্যের কোনো পার্থক্য নেই। তাদের বক্তব্য মনগড়া, ক্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেয়ানজি পুকুরপাড়ে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের নির্বাচন বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে। বিশ্ব নেতারা সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। সেখানে টিআইবির প্রতিবেদন দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তাদের প্রতিবেদনটি পূর্বনির্ধারিত ও মনগড়া।
তিনি আরো বলেন, বিগত কয়েক বছর ধরে টিআইবি বিভিন্ন ধরনের নেতিবাচক প্রতিবেদন দিয়ে আসছে। তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন।