অনলাইনঃ
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নবগঠিত মন্ত্রী পরিষদকে আভিনন্দন ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ঘোষণাকে স্বাগত জানিয়ে আলোর মিছিল কর্মসূচি ১২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে থেকে জিরো পয়েন্ট হয়ে সচিবালয় রোডসহ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম-মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ এমদাদুল হক, মোঃ নুরুজ্জামান ভূট্ট, সালমান মাহমুদ জসিম, সহ-সভাপতি এম এ হাফিজ, সাংগঠনকি সম্পাদক এড. নাজিম উদ্দিন, গোলাম দস্তগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বাড়ী, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন, মোঃ জাকির হোসেন-১, ঢাকা মহানগরের সহ-সভপতি মোঃ সালাউদ্দিন, জাহাঙ্গীর হোসেন মিলন, মোঃ জাকির হোসেন-২, সাথি রহমান, ঢাকা জেলার মোঃ রাসেল, ছোট নয়ন, ঢাকা কলেজের মোঃ রনি, মোঃ আলমগীর হোসেন, মোঃ তাজুল ইসলাম, মোঃ রবিন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ দুর্নীতিতে পর পর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। বিগত ১০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি অনেকাংশে কমিয়ে এনেছে। এবার ক্ষমতায় এসে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি দুর্নীতি কমলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী ঘোষণাকে মুক্তিযোদ্ধার সন্তানরা স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে রাজপথে আলোর মিছিল করেছে।
-এসএম