কূটনৈতিক সংবাদঃ
বাংলাদেশে অবস্থান করা ব্রিটিশ নাগরিকদের বড় ধরনের সমাবেশ ও রাজনৈতিক র্যালি এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩০ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানোর সময় ও নির্বাচনের দিনে সহিংসতার খবর পাওয়া গেছে। এছাড়া নির্বাচনী প্রচারণার সময়ে রাজনৈতিক উদ্দেশে বিস্ফোরকদ্রব্য ব্যবহার করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশে অন-এরাইভাল ভিসার (পৌঁছামাত্র ভিসা) মেয়াদ সাধারণত এক মাস। কিন্তু ২৪ ডিসেম্বর আমরা প্রতিবেদন পেয়েছি যে, কিছু পর্যটককে কম মেয়াদি ভিসা দেয়া হয়েছে। ফলে ভিসার মেয়াদোত্তীর্ণ হলে জরিমানার বিষয়ে সতর্ক করা হয়েছে ব্রিটিশ নাগরিকদের।
এছাড়া কক্সবাজারের উখিয়া ও টেকনাফে সফর করতে গেলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে এখনও সন্ত্রাসীরা হামলা চালাতে পারে। সারাদেশে এমন ঝুঁকি রয়েছে।