দলীয় নেতা-কর্মীদের মারধর, এজেন্ট বের করে দেওয়া ও ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে নিজেদের ভোট না দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট দিতে এসে এই ঘোষণা দেন তারা।

মির্জা আব্বাস বলেন, কেন্দ্রে আসার পর শত শত ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট দিতে বাধা দেওয়াসহ বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। ভোটাররা ভোট দিতে না পারলে আমি ভোট দিয়ে কি করবো। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার পরিবারের কউ ভোট দিব না।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে প্রহসন করা হচ্ছে। অর্ধেক ব্যালট পেপারে আগের রাতেই সিল মারা হয়েছে। আমার ভোটও তারাই দিক।

এ সময় আফরোজা আব্বাস বলেন, ৯০ শতাংশ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily