অনলাইনঃ
যাত্রাবাড়ীতে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলাশ (১২) ও তুষার (০৭)। তারা একে অপরের ভাই। ঘটনার সময় দগ্ধ হয়েছেন তাদের বাবা ইকবাল হোসেনও (৫৫)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুনঃ

মেসি সর্বকালের সেরা, বিশ্বকাপ বাধা নয়

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকার দুই রুমের একটি টিনশেড ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily