প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই নাঃ মাহবুব তালুকদার

প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই। ‘নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আজ বুধবার লিখিত বিবৃতিতে মাহবুব তালুকদার এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মাধ্যমে এক বিবৃতি দেন।

বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না।

আজ বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ না করার জন্য আহ্বান জানান মাহবুব তালুকদার। এসব বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন।

রিটার্নিং কর্মকর্তাদের প্রতি মাহবুব তালুকদারের বক্তব্য, বিবেক সমুন্নত রেখে অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন।

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘আপনারা ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি ও প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না।

মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন।

FacebookTwitter