রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বিয়ে করছেন; তবে পাত্রী কে তা নিয়ে মুখ খুললেন না তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ৬৬ বছর বয়সী এই রাজনীতিকের বিয়ের খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এরপরই বিয়ষটি নানা গুঞ্জন তৈরি হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

বৈদেশিক সম্পর্ক এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সম্ভবত আবার বিয়ে করছি। তবে কাকে করছেন তা নিয়ে পুতিন নিরুত্তর ছিলেন।

প্রেসিডেন্ট পুতিন সবসময়ই তার ব্যক্তিগত জীবন এবং পরিবার নিয়ে গোপনীয়তা বজায় রাখেন। এক প্রশ্নে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মানিত ব্যক্তি হিসেবে, কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে আমাকে এটা করতে হবে।

১৯৮৩ সালে লুদমিলা পুতিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুশ প্রেসিডেন্ট; ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সাবেক এই দম্পতির দুই মেয়ে রয়েছেন; যাদের বয়স ৩০ এর কোটায়। দুইজনের কেউই রাজনীতির সঙ্গে জড়িত নয়।

বিয়ে বিচ্ছেদের পরই পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব শুরু হয়। রাশিয়ার ওই সময় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক অলিম্পিক শরীরকলাবিদ অ্যালিনা কাবেইভার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এই গুজব উড়িয়ে দেন পুতিন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily