মোরশেদ উল্লাহ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন হেড অব লিগ্যাল

অর্থনীতিঃ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব লিগ্যাল হিসেবে যোগ দিয়েছেন মোরশেদ উল্লাহ।

গুরুত্বপূর্ণ এ পদের পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

মোরশেদ ২০১৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে লিগ্যাল কাউন্সেল হিসেবে যোগ দেন এবং সর্বশেষ কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের ‘হেড অব লিগ্যাল’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসি-তে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন এবং বাংলাদেশের নিম্ন আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত অভিজ্ঞতা ২১ বছরেরও বেশি।

মোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং চার্টার্ড ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিআইএসআই) থেকে ইসলামিক ফাইন্যান্স লেভেল-৩ কোয়ালিফিকেশন অর্জন করেছেন।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব লিগ্যাল হিসেবে মোরশেদ উল্লাহকে পেয়ে আমরা আনন্দিত। আমাদের টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিভিন্ন শিল্প সম্পর্কে তিনি গভীর জ্ঞান ও নেতৃত্বের দক্ষতার প্রমাণ রেখেছেন। আমি বিশ্বাস করি, দেশের পরিবর্তনশীল অর্থনৈতিক ও নিয়ন্ত্রক প্রেক্ষাপটে তার দিকনির্দেশনা আমাদের টেকসই প্রবৃদ্ধির যাত্রাকে আরও সমৃদ্ধ করবে। ‘

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily