রাজনীতিঃ
আগামী ১লা জানুয়ারি, ২০২৫ তারিখে শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দীর্ঘ রক্তস্নাত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হলোঃ
১লা জানুয়ারিঃ
১-আগামী ১লা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯.০০টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সকল জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন।
২- সকাল ১১.০০ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম- এর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত
৩- সকাল ১২.০০ঃ নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি। একইসাথে সারাদেশের সকল ইউনিটে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৪- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলগুলোর মধ্যে সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে রাত ১০.৩০ পর্যন্ত আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৫- ১লা জানুয়ারি সারাদেশে সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌরতে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
২রা জানুয়ারিঃ
১- সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত গুলিস্তান স্টেডিয়ামে কেন্দ্রীয় সংসদের ৮ টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২- “শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর-দৃপ্ত প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা- যে কোন একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেন।
-শিশির