কবি হেলাল হাফিজ মারা গেছেন

কবি হেলাল হাফিজ মারা গেছেন
কবি হেলাল হাফিজ মারা গেছেন

শিল্প ও সাহিত্যঃ

‘যে জলে আগুন জ্বলে’ বইয়ের লেখক ও ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’—অমর এ পঙ্‌ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৮৬ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ।

বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর পিজি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, সাদা চাদরে মোড়া কবি হেলাল হাফিজের নিথর মরদেহ। এসময় শাহবাগের সুপার হোস্টেলের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন, যারা দুপুরে কবিকে নিয়ে পিজি হাসপাতালে নিয়ে আসেন। এর পর ২টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

-আরডি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।