বইমেলায় ইসমাইল হোসেন ইসমী’র নতুন চকম ‘দূর নক্ষত্র”

বইমেলায় ইসমাইল হোসেন ইসমী’র নতুন চকম ‘দূর নক্ষত্র”
বইমেলায় ইসমাইল হোসেন ইসমী’র নতুন চকম ‘দূর নক্ষত্র”

শিল্প ও সাহিত্যঃ

অমর একুশের বইমেলা-২০২৪-এ ইসমাইল হোসেন ইসমী’র ৫ম নতুন উপন্যাস ‘দূর নক্ষত্র”।

বিশিষ্ট তরুণ এই লেখক ইসমাইল হোসেন ইসমীর বই কলকাতা বইমেলা এবং অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়ে আসছে।

এবার পার্ল পাবলিকেশন প্যাভিলয়ন নং-২৮ “অমর একুশে বই মেলায় পাবেন তরুণ লেখক ইসমাইল হোসেন ইসমী র দূর নক্ষত্র |

আগামীর পৃথিবী হয়ে উঠুক #দূর নক্ষত্র# ইয়েলময়।

ইসমাইল হোসেন ইসমী’ র জন্ম রাজশাহী জেলায়। শৈশব কৈশোর বেলা কেটেছে অজপাড়া গাঁয়ে। গ্রাম ছেড়ে শহরে।

শহর হতে ঢাকায় আলোক পিয়াসি ইসমী।ইন্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। কবি ও গীতিকার হিসেবে যখন পরিচিত লাভ করে তখনি লেখকের আবির্ভাব ঘটে। লেখকের চতুর্থতম উপন্যাস ” দূর নক্ষত্র “। অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা ” রক্তাক্ত ভালোবাসা, প্রেম বিলাসী উপন্যাসগুলো পাঠকের মাঝে বেশ পাঠক পঠিত হয়েছে। কবিতা ও কথা তাঁর প্রথম কাব্যগ্রন্থ। কিছু বাচিক শিল্পীদের কন্ঠ আবৃত্তি হয়েছে তার লেখা কবিতা যেমন: জনতার কন্ঠ, গণতন্ত্র, নবীন, অগ্নিদাহন, ওরে হাদারাম, স্বপ্নবিলাস নামক কবিতাগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। গীতিকার হিসেবে বেশ পরিচিত নাম।

তাঁর লেখা গান হল-প্রেমতলি, দুঃখবিলাসী, হায়রে ভালোবাসা, ভবের মায়া, যন্তে গড়া ভালোবাসা, আমার মা আমার জীবন, পালকিতে চড়ে, প্রেম পিরিতি, কি চাও বন্ধু, কাঁদালে কাঁদতে হয়, যদি ইচ্ছে হয় চলো এসো, কলিজাতে টান লেগেছে, ভালোবাসা ভালো, কান্দে আমার মন, তুই পাষানি, মেয়ে মিথ্যেবাদী, মনে ভীষণ তোমাকে, টালবাহানা, মরে গিয়েও বেঁচে আছি, ঝাকানাকা, সর্বনাশ, নিশিত রাইতে আয়সো বন্ধু, এলোমেলো, তোমার পায়ের নুপুরে, জীবন হইলেরে ছারখার, হৃদয়ে বাংলাদেশ, আধো প্রেম আধো ভালোবাসা, তুমি কোথায়, অমর প্রেমী, এসো দুজনে করি ভালোবাসা বাসি, আলতাবতী, চন্দ্রাবতীসহ অগনিত গান ইথারে ইথারে ছড়িয়ে আছে।

তিনি National volunteers Foundation ( NVF), Lions Club International, Bangladesh Lions Foundation (BLF), Institutions of Diploma Engineers Bangladesh, National Heart Foundation, Rajshahi Zila Somity, Godagari Upozila Somity, Divine Wisdom Society, Association for Good Governance in Bangladeshসহ বহু সামাজিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য। সংসার জীবনে এক কন্যা সন্তানের জনক। বর্তমানে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে কর্মরত আছেন।

অমর একুশের বইমেলা-২০২৪-এ ইসমাইল হোসেন ইসমী’র ৫ম নতুন উপন্যাস ‘দূর নক্ষত্র” এর আহবান আগামীর পৃথিবী হয়ে উঠুক ইয়েলময়!! 

মোড়ক উন্মোচন: ০৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার বিকেল ০৫টায়

স্থান: একুশের বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে।

-শিশির

FacebookTwitter