ব্র্যান্ডঃ
ঢাকা, ২৪ জুলাই, ২০২৩: দিনে দিনে স্মাটফোনের কদর বাড়লেও, স্বাধ্যের মধ্যে সেরা ফোন খুঁজে পাওয়া বেশ দুষ্কর।

৫০০০ এমএএইচ ব্যাটারি, ফ্লাসচার্জ প্রযুক্তি, ৬৪ মেগাপিক্সেল ব্যাক ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম সবই মিলবে টেকনো ক্যামন ২০ প্রো স্মার্টফোনটিতে। সবচেয়ে বড়কথা ফোনটি মেইড ইন বাংলাদেশ।

ব্যবহারকারীদের ফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা দিতে টেকনো ক্যামন ২০ প্রো-তে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে।

এতে আরও আছে আল্ট্রা-থিন ভেজেল এবং ডুয়েল স্টিরিও স্পিকার, যা জেবিএল দ্বারা সাউন্ড-টিউন করা এবং হাই-রেজ দ্বারা প্রত্যায়িত।

এসব ফিচারের ফলে ব্যবহারকারীরা পাবেন আরও অনন্য অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা। সেন্সর ঠিকঠাক কাজ করতে ব্যাবহার হয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটিও রয়েছে এই ফোনে। চিন এবং বেজেল্স বেশ কম।

তাই ১০৮০*২৪০০ পিক্সেল যে কোন কনটেন্ট দেখতে পারবেন খুব সহজে। আর এর এসপেক্ট রেশিও ২০:৯। আর ফোনের সাউন্ড কোয়ালিটি ভিন্নমাত্রায় নিতে স্টেরিউ স্পিকার দিয়েছে।

ফোনের পোর্টস এবং বাটন একদম ঠিকঠাক আছে। আলাদা ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক পোর্ট রয়েছে। দুইটি সিম স্লটসহ একটি এইচডি কার্ড লাগাতে ফুল ট্রে থাকছে।

সাইড প্যানেলে কোন ফিঙ্গার প্রিন্ট না থাকলেও ইন ডিসপ্লেতে দিয়ে দিয়েছে তারা। আনলক স্পীডও বেশ ভালো। আপনাকে কিছুটা হলেও প্রিমিয়াম ফিল দেবে।

হার্ডওয়ারে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক জি৯৯ প্রোসেসর। ডে-টু-ডে যে কোন কাজের জন্য দারুণ এই সাশ্রয়ী সেটটি। গ্রাফিক্স বেইজ মোবাইল গেম পাবজি, ফ্রি-ফায়ার অনায়েসে খেলতে পারবেন। অ্যাপ ওপেনিং-ক্লোজিং, মাল্টিটার্চকিং সবই বেশ স্মুথ।

ফোনটিতে রয়েছে হাইওএস ফি ১৩, যেটা কিনা অ্যান্ডয়েড ১৩ কে বেজ ধরে করা হয়েছে। হার্ডওয়ার এবং সফটওয়ারের কম্বিনেশন রয়েছে ফোনটির ক্যামেরা সেকশনে। যেখানে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং এআই ক্যামেরা।

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাতে ব্যাবহার হয়েছে আজিডাব্লিউবি ক্যামেরা সেন্সর। সাধারণত ক্যামেরা সেন্সরগুলো আজিজিবি হয়ে থাকে।

এতে লো লাইট কন্ডিশনেও ভালো ছবি নিতে পারবেন। সোশাল মিডিয়ার জন্য একদম পার্ফেক্ট ছবি তুলতে পারে কে ক্যামন ২০ প্রো। রাতের ছবি তুলতে রয়েছে নাইটমোড।

বাড়তি আলো যোগিয়ে ভালো মানের ছবি দিতে পারে এই ফোন। এছাড়া পেছনে থাকে রিং লাইটও। এটি বেশ সফট টোন দেবে, যা ফিল লাইটের কাজ দেবে। ফলে রাতেও ভালো ছবি তুলতে পারবেন।

তাছাড়া আপনার প্রোডাক্ট ফটোগ্রাফির কাজও সেরে নিতে পারবেন এই ফোনে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের পাঞ্চহোল ক্যামেরা। এই ক্যামেরায় অনেক ভালো মানের এবং সার্প সেলফি তুলতে পারবেন।

ভিডিওতে সামনে এবং পেছনের ক্যামেরাতে হায়েস্ট টুকে৥থাটি (2k@30fps) এফপিএসে শুট করা যাবে।

৫০০০ এমএএইচ ব্যাটারি হওয়ায় সারাদিনের সবকাজ আপনি অনায়েসে করতে পারবেন। এসওটি পাবেন ৭-৮ ঘন্টা। সেই সঙ্গে ফোনের চার্জিংটাও বেশ ভালো।

৩৩ ওয়াডের চার্জার দিয়ে ফুল চার্জ করতে ১.৫ ঘন্টা সময় লাগে। ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম একটি ভেরিয়েন্টই এসেছে। বাজারে প্রি-ডন ব্ল্যাক ও সেরেনিটি ব্লু এই দুইটি রঙের মিলবে। যার অফিশিয়াল দাম ২৪ হাজার ৯৯০ টাকা।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily