সিটি করপোরেশনঃ
(পেট্রোবাংলা) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন এর প্রধান কার্যালয় ‘পেট্রো সেন্টারের’ ভূগর্ভস্থ পার্কিংয়ে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ার অভিযোগে সংস্থাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া পেট্রোবাংলার সংযুক্ত ভবন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কার্যালয় ভবনের ভূগর্ভস্থ পার্কিংয়েও এডিস মশার লার্ভা পাওয়ায় সংস্থাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম স্বয়ং উপস্থিতি থেকে অভিযান পরিচালনা করেন উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ।

পেট্রোসেন্টার ভবনের ভূগর্ভস্থ পার্কিংয়ে দেয়াল ঘেঁষে একটি ছোট পানির নালা দেখা যায়। এই নালায় প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভার সন্ধান মেলে। এই অপরাধে পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি যে পেট্রোবাংলার যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়, সেখানে নালার মধ্যে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখানে রীতিমতো এডিস মশার লার্ভার চাষ হচ্ছে। আজ যে পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হলো, সেই টাকা তাদের জরিমানা দিতে হতো না, যদি তারা ৫০০ টাকার ব্যবস্থা নিত।’

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা বিভিন্নভাবে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যার যার আশপাশের আঙিনা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, যদি পানি জমা হতে না দিই, তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না।’

পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন, পানি জমে থাকার বিষয়টি চিহ্নিত করে তিনি প্রায় দুই সপ্তাহ আগে তা পরিষ্কার করা এবং পানি যাতে জমে থাকতে না পারে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্বও দেওয়া হয়। কাজ চলাকালে যদি মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তার দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হবে, পেট্রোবাংলার সংশ্লিষ্ট শাখার লোকজনকে নিতে হবে।

পরে টিসিবির প্রধান কার্যালয়ের ভূগর্ভস্থ পার্কিংয়ে অভিযান চালানো হয়। সেখানেও এডিস মশার লার্ভা পাওয়ায় সংস্থাটিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

-জেএফ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily