অনলাইন রিপোর্টঃ

২৫০ শয্য বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলীর উপ পরিচালক, সহযোগী অধ্যাপক, ডা. মো: আবু রায়হানকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ৭ নং ইউনিট আওয়ামীলীগের নেতৃবৃন্দ আজ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানালেন।

৭ নং ওয়ার্ডের সমবায় ইউনিটের সভাপতি কামাল মৃধা ও সাধারণ সম্পাদক মো: মহসীন বেপারীর নেতৃত্বে শতাধিক স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে মিষ্টিমুখ করানো হয়।

দেশের বিশিষ্ট বক্ষব্যাধি চিকিৎসক সহযোগী অধ্যাপক, ডা. মো: আবু রায়হান এ সময় তার নিজের লেখা ‘শতবর্ষের আলোয় বঙ্গবন্ধু’ বইটি সকল নেতাদের উপহার দেন।

সহযোগী অধ্যাপক, ডা. মো: আবু রায়হান ১৯৬৫ সালে উত্তরবঙ্গের দিনাজপুরে জন্মগ্রহন করেন। তিনি তাঁর জন্মভূমি সুজাপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ফুলবাড়ি সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এর পর নিজ মেধাগুনে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এর পর উচ্চতর ডিগ্রি অর্জনে বিএসএমএমইউ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও রংপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily