রাজনীতিঃ
পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের জন্য আগামী বুধবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ।
বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয়েছে। এসব আসানে আগামী বছরের ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।
আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীরা ২৮-৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে প্রার্থী হতে আগ্রহীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় ভিড় না করতে বলা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচন করবে ইসি।
ইসি সচিব জানিয়েছেন, প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তারা ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।
-আরপি