রাজনীতিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া তিনটার দিকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

একই সময় পুলিশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ ছাড়া মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের অপর এক সদস্য শামসুদ্দিন দিদার।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily