ডেস্ক রিপোর্টঃ
দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস মালিকদের দাবির কারণে ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শনিবার (৬ আগস্ট) বিকেলে সাড়ে ৫টায় বৈঠকে বসেন বিআরটিএ ও বাস মালিকরা।
রাত সাড়ে ৯টায় বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণ করা হয় এবং রোববার (৭ আগস্ট) থেকে এ ভাড়া কার্যকর হবে।
বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা।
আর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা।
এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া পূর্বের ন্যায় ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারিত থাকবে।
-আরপি